প্রকাশ: ২০১৮-০২-১৮ ১৮:২৭:৫৫ || আপডেট: ২০১৮-০২-১৮ ২১:০০:৪৫
নগরীতে পুলিশ কর্মকর্তাকে গুলি করে আহতের ঘটনায় প্রধান আসামী খোকনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- খোকন চৌধুরী (২৪), আয়মান জিহাদ (২২) ও মাহি (১৮)। এদের মধ্যে আনোয়ারা থেকে আয়মান জিহাদ ও খোকন চৌধুরী এবং নগরীর রহমাননগর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আয়মান এ লেভেলের ছাত্র ও মাহি এসএসসি পাস।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে জেলার আনোয়ারা ও নগরীর রহমাননগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশ খান জানান, ‘পেশাদার ছিনতাইকারী খোকনই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল।’
এই নিয়ে ঘটনায় জড়িত সন্ধেহে প্রথম দফায় তিন জন এবং পরে তিন জন মিলে মোট ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গুলিবিদ্ধ পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।