প্রকাশ: ২০১৮-০৩-০৪ ১১:০৫:০৩ || আপডেট: ২০১৮-০৩-০৪ ১৫:৪০:৫৭
কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই প্রাইমমুভার ট্রেইলর শ্রমিকদের ধর্মঘটে কয়েক ঘন্টা চট্টগ্রাম বন্দর অচল থাকার পর কাজে ফিরেছে শ্রমিকরা।
ট্রেইলর নিয়ে বাহির থেকে বন্দরের অভ্যন্তরে যাচ্ছে এবং ভেতর থেকে বাইরে আসছে।
শ্রমিকদের দাবি নিয়ে রোববার সকাল ১০টায় বন্দর ভবনের মিটিং ডেকেছেন বন্দর চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ।
সেখানে শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার শ্রমিকরা কাজে ফিরেছেন বলে জানিয়েছেন প্রাইমমুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুদ্দিন।