প্রকাশ: ২০১৮-০৪-১৭ ১২:২৫:১৬ || আপডেট: ২০১৮-০৪-১৭ ১৮:২৭:২৮
উচ্চমাধ্যমিক পরীক্ষার ভুয়া প্রশ্ন ও ফলাফল পরিবর্তনের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৬ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার দামপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৭ এর লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছন।
গ্রেফতার দু’জন হলেন, মো. আফজাল (২১) ও আবদুল্লাহ ফাহিম (১৯)।
লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, ‘গ্রেফতার দুইজন ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসির ভুয়া প্রশ্নপত্র বিতরণ ও ফলাফল পরিবর্তনের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।